বোয়িংয়ের একটি উড়োজাহাজের মডেলে ত্রুটির কারণে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স। বোয়িং ৭৩৭-ম্যাক্স ৯ মডেলের জেটবিমানগুলো জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বসিয়ে রাখতে হবে, যে কারণে এই তিন মাসে ইউনাইটেড এয়ারলাইন্স হারাবে বিশাল অর্থ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে বিমান চলার সময় একটি দরজা ভেঙ্গে যাওয়ার পর থেকেই ইউনাইটেড এয়ারলাইন্সের ১৭১টি বোয়িংয়ের উড়োজাহাজ ওড়ার অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
ইউনাইটেডের এয়ারলাইন্সের কাছে রয়েছে এক হাজারেরও বেশি উড়োজাহাজ, যা অন্য যেকোনো এয়ারলাইন্স থেকে বেশি। এরমধ্যে ৭৯টি ৭৩৭-ম্যাক্স ৯ রয়েছে। নিরাপত্তা পরিদর্শনের জন্য জানুয়ারি মাসেই এয়ারলাইন্সটিকে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য করা হয়েছে।
অবশ্য ইউনাইটেড বলেছে, তারা আশা করে যে ২৬ জানুয়ারি পর্যন্ত বিমানগুলি বসিয়ে রাখতে হবে তাদের। এফএএ বলেছে ইউনাইটেডের কাছে থাকা বোয়িংয়ের ৭৩৭-৯০০ইআর মডেলটিও তারা পরিদর্শন করবে। কারণ, এই মডেলেও ম্যাক্সের মতো একই ধরনের দরজা ব্যবহার করা হয়েছে।
বোয়িং বিমান নিয়ে বিবিসি যা বলেছে
ইউনাইটেডের কাছে ৭৩৭-৯০০ ইআর মডেলের উড়োজাহাজ রয়েছে ১৩৬টি। এফএএর বরাত দিয়ে বিবিসি বলেছে, আকাশে গতি নয়, নিরাপত্তাই প্রধান লক্ষ্য। আর এটা মেনেই ঠিক করা হবে যে, এই উড়োজাহাজগুলি উড়তে পারবে কিনা।
বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় বাণিজ্যিক উড়োজাহাজ হলো বোয়িংয়ের ৭৩৭ সিরিজ। ২০১৭ সালে এই সিরিজের একটি সম্প্রসারণ ভার্সন করা হয় ৭৩৭-ম্যাক্স নামে। ম্যাক্স সাধারণ ৭৩৭ থেকে বেশি যাত্রী বহন করতে এবং অপেক্ষাকৃত বেশি পথ পাড়ি দিতে পারে।
কিন্তু ২০২২ সালে পরপর দুটি দুর্ঘটনায় বিতর্কিত হয়ে ওঠে বোয়িংয়ের নতুন এই মডেল। প্রথমে ইন্দোনেশিয়া ও পরে ইথিওপিয়াতে দুর্ঘটনায় পড়ে বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স। এতে শত শত যাত্রীর প্রাণহানি ঘটে।
এরপর সারা পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সের কাছে থাকা এই মডেলের উড়োজাহাজগুলো বসিয়ে দেওয়া হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ম্যাক্সের মডেলে কিছুটা পরিবর্তন এনে আবার উড়ালের অনুমতি দেয় এফএএ।
অবশ্য ৭৩৭-৯০০ইআর মডেলগুলিতে ম্যাক্সের মতো দুর্ঘটনার রেকর্ড নেই। এই মডেলের উড়োজাহাজ এক কোটি ১০ লাখ ঘণ্টার উড়ান সম্পূর্ণ করেছে। বোয়িং বলেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা উড়োজাহাজ উৎপাদন প্রক্রিয়াতে আরো তদারকি বাড়াবে এবং গুণগত মান যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post