প্রবাসজীবনের কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় তুষার ভ্রমণ করেছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২০ জানুয়ারি) রূপকথা ট্যুরিজমের আয়োজনে বোলজানোর কানাজেইয়ি, ডলোমাইট গিরিপথ প্রায় দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী এ ভ্রমণে অংশ নেন।
রুহুল আমিন মান্নার তত্ত্বাবধানে থিয়েনো ও ভিচেন্সার শিবলী সাদিক, মোহাম্মদ হায়দার, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন, মো. আরিফুর রহমান, মো. আলামিন, জুয়েল আহমেদসহ আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা এ তুষার আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।
তুষার ভ্রমণে যাত্রাপথে বাসের মধ্যে বিভিন্ন রকম গানের তালে সবাই হৈ-হুল্লোড় করে বিনোদনে মেতে উঠেন। তুষার ভ্রমণে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সবাই ছিলেন মুগ্ধ।
পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের ইতালি প্রবাসী বাংলাদেশিদের। তুষার ভ্রমণে বিভিন্ন রকমের বাংলা গান, কবিতা, আবৃত্তি, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং নানারকম সুস্বাদু খাবার দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post