ওমানে মানসিক দুশ্চিন্তার কারণে আরও এক ওমান প্রবাসী আত্মহত্যা করেছেন। শনিবার ভোর রাতে মাস্কাটের একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাকিল নামে ওই প্রবাসী যুবক। সফি উল্যাহ ওরফে শাকিল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ উল্যার ছেলে।
জানা যায়, ১১ মাস আগে ওমানে পাড়ি জমান শাকিল। ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ করত সে। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা হয়ে যায়। গত কিছুদিন যাবত এ বিষয়টিই তার মধ্যে হতাশা তৈরি করে। শাকিলের ভগ্নিপতি মো. ছালাউদ্দিন জানান, সে যে হতাশার মধ্যে আছে তা পরিবারকে বুঝতেই দেয়নি শাকিল।
তিনি জানান, শনিবার সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশের পরিবারকে অবহিত করে। তার আকস্মিক মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে নিহতের পরিবার। এ ঘটনার অল্পকিছুদিন আগে আরও এক ওমান প্রবাসী মানসিক দুশ্চিন্তায় আত্মহত্যা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post