ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় এক প্রবাসীর স্ত্রী ঘর থেকে আওয়ামী লীগ নেতা রিপন মল্লিকের (৫০) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার শিরিন আক্তারকে (৩৫) এক নম্বর আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে নিহতের ছেলে রিয়াজ মল্লিক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ঝালকাঠি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য দেননি।
গত সোমবার (১৫ জানুয়ারি) রাতে ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকায় রিপন মল্লিকের প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে রিপন মল্লিকের মরদেহ পাওয়া যায়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি পরিবারের। পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠাধাক
মামলার বাদী রিয়াজ মল্লিক জানান, প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সাড়ে ১০টায় হত্যাকাণ্ড ঘটে। ওই নারীর কাছে তার বাবা রিপন মল্লিক জমি বিক্রির দুই লাখ টাকা পেতেন। ছয় মাস আগে রিপন মল্লিককে উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
পরিবার থেকে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হলেও বাবা করেননি। জমির পাওনা টাকা না দেওয়ার জন্যই শিরিন আক্তার একটি চক্রের সহায়তা নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে নাটক সাজিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। নিহত রিপন মল্লিক ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি জমি ক্রয়-বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল আমিন বলেন, রিপন মল্লিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি মহল মৃত ব্যক্তির নামে অপপ্রচার চালাচ্ছে।
শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, আমার খালা-খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। তবে ঘটনার দিন কেন রিপন মল্লিক খালার ঘরে এসেছিলেন, তা আমার জানা নেই।
নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীয়রা ফোনে জানান ভাইকে মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে। খবর শুনে শিরিনের বাসায় গিয়ে দেখি, সে ঘরেই বসা ও স্বাভাবিক। ভাইয়ের মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রিপন মল্লিক প্রায়ই সৌদিপ্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের বাসায় আসা-যাওয়া করতেন। ঘটনার দিন শিরিন তার ঘরে একা থাকায় এ ঘটনা ঘটেছে। শিরিনের ছেলে ইমন হোসেন ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিল।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে বোঝা গেছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার শিরিন আক্তারকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post