দুই কর্মকর্তার খোঁজ পাচ্ছে না রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাদের ধারণা, দুই কর্মকর্তার একজন কানাডায় পালিয়ে গেছেন। আরেকজন দেশেই আত্মগোপনে আছেন। এমন তথ্য জানিয়ে বিমানের পক্ষ থেকে সোমবার ঢাকার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিমানের ওই দুই কর্মকর্তা হলেন – সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন এবং বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। জিডিতে উল্লেখ করা হয়েছে, তারা যথাযথ প্রক্রিয়া না মেনে চাকরি থেকে পদত্যাগ করেছেন। আনোয়ার হোসেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত ৭ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৫ ফ্লাইটে কানাডায় পালিয়ে যান। আর সোহান আহমেদ পলাতক রয়েছেন ২৪ অক্টোবর থেকে। তিনি দেশের মধ্যে আত্মগোপনে আছেন।
আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুরের নুনিয়া গ্রামে। বাবা- আবুল মান্নান। আর সোহান আহমেদ রাজধানীর দক্ষিণখানের আশকোনার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার হোসেন। জিডির তথ্য অনুযায়ী, এই দুই কর্মকর্তার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন চুক্তিপত্র, আরআই পলিসি ও সফটওয়্যারের তথ্য আছে। এসব স্পর্শকাতর তথ্য তারা পাচার করে দিতে পারেন। এ বিষয়ে পুলিশের বিমানবন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post