পুলিশের হাত থেকে বাঁচতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে সৌরভ মাঝি (২৩) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে মৃতের পরিবার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে গত রোববার ভোর রাতে দুবাইয়ের রোলা শহরে এই দুর্ঘটনা ঘটে। মৃত সৌরভ মাঝি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিকান্দি এলাকার সায়েদ মাঝির ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই যান সৌরভ মাঝি। এরপর তিনি শারজাহ শহরে রঙ মিস্ত্রীর কাজ করতেন। কয়েকদিন আগে রঙ মিস্ত্রির কাজ ছেড়ে দিয়ে সেখান থেকে রোলা শহরে পালিয়ে চলে যান তিনি। এরপর গত রোববার রাতে সৌরভ ও তার দুই বন্ধু রোলা শহরের একটি ভবনে অবস্থান করছিলেন।
এসময় ভবনটিতে পুলিশ অভিযান করলে পুলিশের হাত থেকে বাঁচতে ভবন থেকে পাশের একটি ভবনে লাফ দিয়ে পালাতে গিয়ে সৌরভ নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সৌরভের মৃত্যুর খবর মঙ্গলবার বাংলাদেশে তার পরিবারের কাছে আসে।
মৃত সৌরভের বাবা সায়েদ মাঝি গণমাধ্যমকে বলেন, এভাবে ছেলের মৃত্যু মেনে নিতে পারছি না। অন্তত শেষবারের মতো ছেলের মুখ দেখতে চাই। সরকার থেকে যেন আমার ছেলের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেয়।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য গণমাধ্যমকে বলেন, নিহতের পরিবার থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি। তবে কাগজপত্রসহ নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে প্রশাসন।
https://www.youtube.com/watch?v=coJPgWVDd84
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post