ঋণ নিয়ে কিস্তি পরিশোধ না করে গ্রাহকের মৃত্যু হলে সম্পূর্ণ ঋণ মওকুফ করে দেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে কোনো জামানত লাগে না। এ ব্যাংকে ঋণ পেতে কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক রাখতে হয় না। পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট ঠিক থাকলে আবেদনের সাত দিনের মধ্যেই ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে তিন দিন বা আরো কম সময়ের মধ্যেও ঋণ পেয়ে থাকেন গ্রাহকরা। সম্প্রতি বেসরকারী একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন মো. মজিবর রহমান। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
মজিবর রহমান জানান, প্রবাসীদের রেমিট্যান্স সরাসরি ব্যাংকের মাধ্যমে আনার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। শিগগিরই সরাসরি রেমিট্যান্স আনা সম্ভব হবে বলে জানান তিনি। বলেন, শীঘ্রই প্রবাসী কল্যাণ ব্যাংকের সব গ্রাহক সোনালী ব্যাংকে সব শাখা থেকে ঋণের কিস্তি নিতে পারবে। এছাড়া প্রবাসী কল্যাণ নামে একটি অ্যাপও চালু করা হবে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকে আগে কিছুটা বিশৃঙ্খলা ছিল। বর্তমানে সবই সমন্বয় করা হয়েছে। এর আগে ঋণ গ্রহীতার সংখ্যা ছিল মাত্র ১০ হাজার, এখন তা দাঁড়িয়েছে ৩২ হাজারের ওপরে। বর্তমানে গ্রাহক ১ লাখ ৫০ হাজারের বেশি। এছাড়া মাত্র ৯ শতাংশ সুদহারে বৈধ ভিসা থাকার শর্তে বিদেশ গমনেচ্ছু শ্রমিকরা প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারছেন বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post