ওমানে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপ। উপসাগরীয় দেশটিতে নিজস্ব মালিকানায় সবচেয়ে বড় আবাসিক হোটেল তৈরি করেছে তারা। জমকালো আয়োজনে ওমানের দুখুম অঞ্চলে চার তারকা মানের রয়্যাল প্লাজা হোটেল উদ্বোধন করে তাক লাগিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মরুর দেশ ওমানে বেড়েই চলেছে বাংলাদেশিদের আধিপত্য। প্রবাসীদের সংখ্যায় যেমন সবাইকে ছাড়িয়ে গেছেন, সমানতালে চাকরি থেকে ব্যবসা পর্যন্ত প্রায় সকলক্ষেত্রে দাপট দেখাচ্ছেন তারা।
ওমানে বহু ব্যবসা প্রতিষ্ঠান খুলে সুনাম কুড়ানো আল বারাকা গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করলো চার তারকা হোটেল ‘রয়েল প্লাজা’। দুখুম শহরের প্রাণকেন্দ্রে সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে হোটেলটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল উস্তা প্রশাসনিক এলাকার গভর্ণর শেখ আহমেদ বিন মুসল্লাম। উদ্বোধনী অনুষ্ঠানে ওমানের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতা এবং প্রবাসী ব্যবসায়ীরা অংশ নেন।
ইতিহাস তৈরি করা এই হোটেলের মালিকানা প্রতিষ্ঠান আল বারকার কর্ণধর আবু ইউসুফ বলছেন, ওমানের প্রবাসী বাংলাদেশিরাও এই সাফল্যের সমান অংশীদার। বর্ণিল এই আয়োজনে বিভিন্ন পেশার বাংলাদেশি ছাড়াও অংশ নেন স্থানীয় নাগরিকেরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post