অভিবাসনে বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ জার্মানি। সম্প্রতি তিন মাসে ১৩ লাখ টাকা আয়, সহজে জার্মান গমন এবং লাখ লাখ শ্রমিক নিচ্ছে জার্মানি- এমনসব মুখরোচক বার্তায় ভরা একটি ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেয়া তথ্যের সত্যতা এবং যৌক্তিকতা যাচাইয়ে অনেকে নিজেদের মতামত তুলে ধরছেন।
জার্মানিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এখানে যেমন আয়, ব্যয়ও ঠিক তেমন। ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য অনেকে সত্য-মিথ্যা মিলিয়ে ভিডিও বানাচ্ছে। তবে তারা যা বলছে- তা সবটা মিথ্যা নয়। জার্মানিতে শ্রমিক ঘাটতি রয়েছে। তবে সেই ক্ষেত্রে শ্রমিকদের দক্ষ হতে হবে এবং জার্মান ভাষা দক্ষতাও বিবেচ্য। ক্ষেত্র বিশেষ ইংরেজিও জানতে হয়।
বৃহস্পতিবার ডয়চে ভেলের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, একদশক ধরে চাঙ্গা থাকার পর ২০২৪-এ জার্মানিতে নির্মাণ শিল্পসহ বেশিরভাগ ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। বুধবার দুই গবেষক সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ২০০৯ সালের আর্থিক সংকটের পর এই প্রথমবার নির্মাণ শিল্পে সংকট আসতে যাচ্ছে। তাই অদূর ভবিষ্যতে অভিবাসনের জন্য জার্মানি তার স্বপ্নের গন্তব্য হওয়ার সক্ষমতা হারাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post