গুগল ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ডিজিটাল অ্যাসিস্টেন্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিমের কর্মীদের চাকরিচ্যুত করছে। গুগলের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, ভয়েস অ্যাসিস্টেন্ট ইউনিটে শত শত কর্মীকে ছাঁটাই করা হবে। পাশাপাশি কোম্পানির হার্ডওয়্যার টিমের কয়েকশ কর্মীকেও বাদ দেয়া হচ্ছে। এদিকে অগমেন্টেড রিয়েলিটি (এআর) দলের অধিকাংশ কর্মীকেই চাকরিচ্যুত করা হচ্ছে।
কোম্পানিটির এমন সিদ্ধান্ত নেয়ার পেছনের মূল কারণ হচ্ছে মাইক্রোসফট করপোরেশন এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে টেক্কা দেয়া। তাই কৃত্রিম বৃদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে গুগলের এক্সিকিউটিভরা কোম্পানির ভেতরে কাটছাঁট করছেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগের দিকে নজর দিচ্ছে কোম্পানিটি।
এছাড়া গুগলের হেলথ অ্যান্ড ফিটনেস ট্র্যাকিং কোম্পানি ফিটবিটের সহ-প্রতিষ্ঠাতা জেমস পার্ক এবং এরিক ফ্রিডম্যান কোম্পানি ছেড়ে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র জানান,
“কর্মদক্ষতা আরও বাড়াতে এবং গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে পুঁজি বাড়াতে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধজুড়ে বেশ কয়েকটি টিমে পরিবর্তন আনা হয়েছে। কিছু টিমে এখনও সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে। ফলে বিশ্বব্যাপী কিছু কর্মীদের ছাঁটাই করা হয়েছে।”
এর আগে গত বছরের জানুয়ারিতে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। যা কোম্পানিটির বৈশ্বিক কর্মশক্তির ৬ শতাংশেরও বেশি। প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সারাবিশ্বে অ্যালফাবেটের ১ লাখ ৮২ হাজার ৩৮১ জন কর্মী ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post