বিমান বাংলাদেশ আগামীতে শাহজালালে ২০০ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করবে। বর্তমানে বিমানটি প্রতিদিন ১৬০টি বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা করে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম জানান, বিমানের অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবলের মাধ্যমে আগামীতে ২০০ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড ইক্যুইপমেন্ট প্রদর্শনী ২০২৪ ও নতুন ইক্যুইপমেন্ট কমিশনিং এর অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
ইক্যুইপমেন্ট পরিদর্শন শেষে ব্যবস্থাপনা পরিচালক বলেন,
বিমান ৫২ বছর ধরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবা দিয়ে আসছে। এই সেবা নিয়ে কেউ যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট। সর্বোচ্চ সেবা নিশ্চিত কাজ করছে বিমান।
তিনি আরও বলেন, আধুনিক টার্মিলানকে কেন্দ্র করে ৭০ ভাগ বা ৭০০ কোটি টাকার যন্ত্র নিয়ে আসা হয়েছে। মার্চের মধ্যে আরও ৩০০ কোটি টাকার যন্ত্র আসবে। সব মিলিয়ে এক হাজার কোটি টাকার বিভিন্ন ইক্যুইপমেন্ট কেনা হয়েছে।
ডিজিটালি কর্মীদের মনিটরিং জোরদারের জন্য বডি ক্যামেরার মাধ্যমে ডিউটি সময় ও ডিউটি স্থানে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে উল্লেখ করে মো. শফিউল আজিম বলেন, “আগামী দেড় মাসের মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হবে। আমরা বর্তমানে দৈনিক ১৬০টি এয়ারক্রাফটকে সার্ভিস দিচ্ছি। সব উপকরণ আসলে ২০০টি এয়ারক্রাফট সার্ভিস দেয়া সম্ভব হবে।”
তাছাড়া টার্মিনালের সুবিধা যত বাড়বে ততই গ্রাউন্ড পরিচালনার সক্ষমতা বাড়বে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post