ওমানের প্রত্যন্ত এলাকার প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে একটি সম্ভাব্য সময়সূচী প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এই সময়সূচী অনুযায়ী দূতাবাসের ভ্রাম্যমাণ কনস্যুলার টিম জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদের সেবা কার্যক্রম পরিচালনা করবে।
চলতি মাসের ১২ ও ১৩ তারিখ ইবরিতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হওয়া এই সেবা কার্যক্রম চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। এসময় প্রবাসীদের ঘরের কাছে পাসপোর্টসহ অন্যান্য কন্স্যুলার সেবা দেয়া হবে।
দূতালয় প্রধানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ১৯-২০ তারিখ বুরাইমি, ২৬-২৭ তারিখ সোহার এবং ২-৩ ফেব্রুয়ারী ইবরা অঞ্চলে অবস্থান করবে মোবাইল টিম। বিজ্ঞপ্তি পর্যালোচনায় দেখা যায়, এই সময়ের মধ্যে সালালায় ৩ পর্বে, বুরাইমি, সুর জালান, ইবরি, মাসিরা এবং সোহারে ২ পর্ব করে চলবে দূতাবাসের এই কন্স্যুলার কার্যক্রম।
পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী, এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পুরাতন পাসপোর্ট এবং রেসিডেন্স আইডি সঙ্গে নিয়ে সেবা গ্রহীতাকে সশরীরে সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এমআরপি পাসপোর্ট নবায়নে সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য ১২ রিয়াল ৭০০ পয়সা এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে ৪২ রিয়াল ৪০০ পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতি ও অনিবার্য কারণে ভ্রমণসূচী পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post