দীর্ঘ তিন বছর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রত্যাহার হতে যাচ্ছে কাতারের ওপর আরোপিত সৌদি জোটের অবরোধ। এতে, স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে ২০১৭ সালে ৫ জুন দেশটির সঙ্গে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতিবেশী দেশগুলো। যদিও শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।
অবশেষে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধের অবসান ঘটতে যাচ্ছে। আগামী কয়েক সাপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হবে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
মুসলিম দেশ হিসেবে সবার মধ্যেই ভ্রাতৃত্বের বন্ধন ফিরে আসবে বলে মনে করেন কমিউনিটির নেতারা। সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে এনে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন, মিসর তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।, কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অন্যায়ভাবে অবরোধের পর ইরান নিজেদের আকাশসীমা খুলে দেয়।
আরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post