ওমানে প্রথমবারের মতো করোনায় এক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে আজ। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। মৃত্যু স্বাস্থ্য কর্মী একজন ভারতীয় নাগরিক ছিলেন। আজ ওমানের রয়্যাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে শোঁক প্রকাশ করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, ওমানের স্বাস্থ্যমন্ত্রী এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মীরা তার এমন মৃত্যুতে শোকাহত। মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা।
তার মৃত্যুতে ভারত দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা কোভিডের বিরুদ্ধে যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী ফ্রন্টলাইন করোনার যোদ্ধা মিসেস ব্লেসী টমাসের নিঃস্বার্থ সেবা এবং উৎসর্গকে অভিবাদন জানাই, এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
মৃত্যু স্বাস্থ্য কর্মীর বয়স ৩৭ বছর এবং তিনি ভারতের কেরালা রাজ্যের ছিলেন বলে জানিয়েছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম। তার দুইটি সন্তান রয়েছে, যাদের মধ্যে একজন ওমানের ওয়াদি কবির ইন্ডিয়ান স্কুলের ক্লাস সিক্সে এবং আরেকজন ক্লাস টু তে পরে। মৃত্যুর পূর্বে তিনি ওমানের রয়্যাল হাসপাতালের আইসিউতে ভর্তি কোভিড রোগীদের পরিচর্যার দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ওমানের সোহারের একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এই তথ্য জানিয়েছে। অনলাইনের এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর আল বাতিনা অঞ্চল সোহার এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে গিয়ে দুইজন শ্রমিক ট্যাঙ্কে পরে মারা যায়।
আরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post