দ্রুত ও সহজে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ। গত রোববার থেকে শুরু হওয়া এই কনস্যুলার সেবা সপ্তাহ শেষ হবে বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে মঙ্গলবার দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়। এছাড়া এদিন স্থানীয় সময় দুপুর একটায় দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎসহ প্রবাসীদের প্রয়োজনীয় নানা সেবা দিচ্ছে দূতাবাস।
বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজনে উপস্থিত থাকছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post