মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে অভিযুক্তদের ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশের এক কর্মকর্তা এ কথা জানান।
সম্প্রতি অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত মালয়েশিয়ার বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য। এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের উপ-মহাপরিদর্শক আইয়ুব খান মাইদিন পিচাই বলেন, চুরির অভিযোগ পেয়েই তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আপস করা হবে না। আটক পুলিশ সদস্যদের ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবারের ওই অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ১০১ জন অভিবাসী আটক হয়েছেন। অভিযানের আগ-মুহূর্তে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। এরপর বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়ার প্রতিটি দোকানে তল্লাশি চালানো হয়। যেখানে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিকদের তত্ত্বাবধানে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। অভিযানের সময় এই তিন দেশের নাগরিকদের অধিকাংশই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post