কাতারের ফিফা ফুটবল বিশ্বকাপের আসর শেষ হয়েছে এক বছর আগে। কাতারে গিয়ে এই আসর উপভোগ করতে যারা হায়া কার্ড করেছিলেন, সেই কার্ডের মেয়াদ এখনও শেষ হয়নি। বুধবার (২০ ডিসেম্বর) কাতার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হায়া কার্ডের ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবল ভক্ত ও দর্শকদের কাতারে আগমনের সুবিধার্থে এবং কাতারে চলমান দোহা এক্সপো এবং আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপসহ অন্যান্য ইভেন্টগুলো যেন সবার উপভোগ্য হয় এ জন্য হায়া কার্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। হায়াকার্ড ভিসাধারীদের জন্য কাতারে প্রবেশের শেষ তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত।
মূলত ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার। বিদেশি দর্শকদের জন্য সেই আসরের প্রবেশ বিষয়ক অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট ছিল এই ‘হায়া কার্ড’। সে সময় হায়া কার্ডধারীদের জন্য বিভিন্ন সুযোগ ও সেবার ব্যবস্থাও করেছিল কাতার সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post