আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে এ পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
এর মধ্যে প্রায় ১ হাজার ৯৯১ জন পুরুষ এবং ১ হাজার ৩৮৪ জন নারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টর থেকে নির্বাসন বিভাগে রেফার করা হয়। তবে কোন দেশের কতজন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে তা জানানো হয়নি। তাদের অধিকাংশই আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘন করেছে, অন্যদের কেউ কেউ প্রান্তিক কর্মী আবার কেউ কেউ নৈতিকতা লঙ্ঘন করে গ্রেপ্তার হয়েছিলেন।
প্রতিদিন আবাসিক আইন লঙ্ঘনের কারণে অসংখ্য প্রবাসীক গ্রেফতার করছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী। কুয়েতে চলমান নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post