ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ সচিব মুনিরুছ সালেহীন বলেছেন, “ওমানে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে ভিসা সংক্রান্ত যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে। ইতোমধ্যে ওমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অচিরেই ওমানে কর্মী প্রেরণের বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে।”
সচিব মুনিরুছ সালেহীন আরও জানান, বিদেশ থেকে আউট পাস নিয়ে বিপুল সংখ্যক কর্মীর দেশে ফেরার বিষয়ে সরকার অনুসন্ধান করে দেখবে। এই ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
চারটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে চলতি বছর দেশে সর্বোচ্চ সংখ্যক কর্মী প্রেরণের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এটি ছিল মন্ত্রণালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন, কারণ এটিই প্রথমবারের মতো তারা দেশে সর্বোচ্চ সংখ্যক কর্মী প্রেরণ করতে সক্ষম হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post