ওমান থেকে দেশে ফিরেই ছিনতাইয়ের কবলে পড়েছেন এক প্রবাসী। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারান ওই ওমান প্রবাসী। রবিবার টঙ্গীর তুরাগ এলাকার একটি সড়কে অজ্ঞান অবস্থায় আব্দুর রশিদ নামে ও প্রবাসীকে উদ্ধার করে পুলিশ। পরে টঙ্গী হাসপাতালে ভর্তি করে পরিবারকে খবর দেয়া হয়।
ছিনতাইয়ের শিকার হওয়া আব্দুর রশিদ ঘটনার অল্প সময় আগে ওমান থেকে দেশে ফেরেন। সে লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চর মার্টিন গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তুরাগ এলাকায় দায়িত্বশীল পুলিশ সূত্রে জানা যায়, রাস্তায় অজ্ঞান হয়ে থাকা এক ব্যক্তি সম্পর্কে পথচারীরা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে সে অজ্ঞান থাকায় তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী প্রবাসীর এক নিকটাত্মীয় জানান, রোববার দুপুর পর্যন্ত আব্দুর রশিদের জ্ঞান ফেরেনি। তাই তার সাথে কি হয়েছিলো তা জানা যায়নি। তবে তার সাথে থাকা সব মালামাল লুট করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post