বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের বিমানবন্দর থেকে রানওয়েতে পৌঁছে দিতে নতুন অত্যাধুনিক র্যাম্প কোচের বহর বৃদ্ধি করেছে। সোমবার (২৭ নভেম্বর) বিমানের একটি সূত্রে এই তথ্য জানা গেছে।
অত্যাধুনিক অটোমেটেড দরজা সম্বলিত, বিলাসবহুল কোচের এসব পরিবহন যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে বিমানবন্দরে যাত্রীদের যাতায়াতে আরামদায়ক অনুভূতি দেবে এসব কোচ।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বাংলানিউজকে বলেন, আমরা প্রথম ধাপে ৫টি র্যাম্প কোচ আনিয়েছি জাপান থেকে। এছাড়াও আরও কিছু কোচ আসবে।
বিমানবন্দরের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং উন্নত করার জন্য কর্মীদের শরীরে পরার মতো ক্যামেরার পাশাপাশি আরও কিছু ইক্যুইপমেন্ট শীঘ্রই আসছে। আমাদের লক্ষ্য যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও নিরাপত্তা প্রদান করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post