ভিসা ছাড়াই ভারতীয়রা যেসব দেশে যেতে পারেন, তা অনেকেই জানেন। কিন্তু ভিসা ছাড়া ভারতে প্রবেশের সুবিধা কোন কোন দেশের নাগরিকদের দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সেইসব দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভারতে প্রবেশের অধিকার পেয়ে থাকেন। কোন কোন দেশের মানুষ ভিসা ছাড়াই ভারতে বেড়াতে আসতে পারেন আর ভারতীয়রা ভিসা ছাড়াই কতগুলি দেশে যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র দুটি দেশ রয়েছে, যেখান থেকে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে আসা যায়। এই দুই দেশের মানুষের জল, স্থল, আকাশ পথে ভারতে আসতে ভিসা-পাসপোর্টের প্রয়োজন নেই। এই দুটি দেশই ভারতের প্রতিবেশী এবং তাদের সঙ্গে ভারতে সম্পর্ক কয়েক দশক ধরেই সৌহার্দ্যপূর্ণ।
তবে এইসব লোকেদের ভিসা-পাসপোর্ট না থাকলেও, তাদের অবশ্যই নাগরিকত্ব কার্ড কিংবা ভোটার কার্ড থাকাটা জরুরি। তবে এই দেশগুলির লোকেদের বৈধ পাসপোর্ট থাকলেও তাঁরা ভারতে প্রবেশ করতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, নেপাল-ভূটানের কোনও ব্যক্তি যখন চিন, ম্যাকাও, হংকং, পাকিস্তান কিংবা মালদ্বীপ থেকে ভারতে আসেন, সেই সময় তাঁদের কাছে বৈধ পাসপোর্ট থাকলেই তাঁদেরকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে যদি ভিসা ছাড়াই ভারতীয়দের অন্য দেশে প্রবেশের কথা বলা হয়, তাহলে, ৫৭ টি দেশ রয়েছে, যেখানে ভারতীয়রা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে। ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারেন, নেপাল-ভূটান ছাড়া সেগুলির মধ্যে রয়েছে, শ্রীলঙ্কা, মরিশাস, ওমান, কাতার, থাইল্যান্ড, ভানুয়াতু, সেশেলস, ইন্দোনেশিয়া, জর্ডন, মালদ্বীপ, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, ভিয়েতনামের মতো আরও বেশ কিছু দেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post