সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি কুচক্রী মহল জর্ডানের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির নামে ভুয়া ভিসা ইস্যু করছে। এগুলো ব্যবহার করে বিদেশ গমনেচ্ছু ব্যক্তি ও তাদের পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, জর্ডানে ইস্যুকৃত সব বৈধ ভিসা (ফ্যাক্টরির ক্ষেত্রে নারী ও পুরুষকর্মী, গৃহকর্মী এবং পুরুষদের অন্যান্য ভিসা) দূতাবাস থেকে সত্যায়ন করা হয়।
এসব ভুয়া ভিসার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ভিসার ব্যাপারে কোনও সন্দেহের উদ্রেক হলে দূতাবাস থেকে সংশ্লিষ্ট ভিসার সত্যতা/বৈধতা যাচাই করে নেয়ার জন্য পরামর্শ দেয়া হলো।
এছাড়া ভুয়া ভিসা বাণিজ্যে/প্রতারণার সঙ্গে জড়িত আছেন-এমন কোনও ব্যক্তি সম্পর্কে জ্ঞাত থাকলে প্রমাণসহ দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post