শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড (বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড) কেনার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। অনাবাসী বিনিয়োগ টাকা হিসাবে (এনআইটিএ) রাখা অর্থ দিয়ে ওভার কাউন্টার মার্কেটের (ওটিসি) থেকে এসব ফান্ড সরাসরি কেনা যাবে।
আরো পড়ুনঃ ওমানে বিমান ভাড়ার টাকা অফেরতযোগ্য
নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ফান্ডে বিনিয়োগ করতে পারবে প্রবাসী ও বিদেশিরা। বিনিয়োগকারীরা ফান্ড কেনার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে জানাতে হবে। প্রযোজ্য কর কর্তন করে মিউচুয়াল ফান্ড থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীর হিসাবে দেয়া যাবে। তহবিল পরিচালকদের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশিদের কাছে সহজে ফান্ড বিক্রি করা যাবে। তবে বিক্রির পর কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক এসব কার্যক্রমের যাবতীয় নিয়মনীতি পরিপালনের বিষয়টি নিশ্চিত করবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post