মহামারী করোনার প্রাদুর্ভাব উন্নতি হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে লকডাউন। আজ (শুক্রবার) দেশটির সুপ্রিম কমিটির বরাত দিয়ে এই সংবাদ জানিয়েছে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যম। খবরে বলা হয়েছে যে, শনিবার (১৫-আগস্ট) থেকে ওমানের লকডাউন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওমান সুপ্রিম কমিটি। শনিবার ভোর ৫টা থেকে ওমানে খুলে দেওয়া হচ্ছে লকডাউন।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের জন্য কঠোর আইন
এতে আরো বলা হয়েছে যে, লকডাউন চলাকালীন সময়ে ওমান সরকারের দেওয়া আইনকানুন মেনে চলার কারণে সুপ্রিম কমিটির পক্ষথেকে সকল নাগরিক এবং প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। সেইসাথে সকলের এমন সহযোগিতার জন্য প্রশংসা ও করেছে কোভিড-১৯ শীর্ষক সুপ্রিম কমিটি। লকডাউন খুলে দিলেও সকল নাগরিক এবং প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কমিটি। সেইসাথে মাস্ক পরা এবং নিয়মিত হাত ধোয়ার আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
ওমান স্বাস্থ্যমন্ত্রনালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে এখন ৯৩,৬ শতাংশ রোগী সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। ওমানে গত ২৪ ঘণ্টায় নতুন মাত্র ২১২ জন শনাক্ত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার (১৪-আগস্ট) মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে সর্বমোট আক্রান্ত ৮২,৭৪৩ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ৭৭,৪২৭ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ২০ জন। ওমানে গত ২৪ ঘণ্টায় নতুন ৬জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট মৃত্যু ৫৫৭জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪২৫ জন এবং এদের মধ্যে ১৫৩ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৫৩ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post