চট্টগ্রাম জেলার হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই একই পরিবারের ৭ জনকে হারিয়েছেন ওমান প্রবাসী নারায়ণ। তারা সবাই মিষ্টি ও কাপড়-চোপড় নিয়ে নানির মৃত্যু পরবর্তী কর্ম ক্রিয়ার অনুষ্ঠানে ফটিকছড়ি নানপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।
দূর্ঘটনায় নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দুলাল মাষ্টার বাড়ির ওমান প্রবাসী নারায়ণ দাশের স্ত্রী রিতা দাশ (৪০), কন্যা শ্রাবন্তী দাশ (১৭), বাক প্রতিবন্ধী কন্যা বর্ষা দাশ (১০) এবং জমজ দুই ছেলে দীপ দাশ (৩) এবং দীপ্ত দাশ (৩)। নারায়ণ দাশের জেঠাত বোন চিনু দাশ (৪০) এবং ভ্রাতুষ্পুত্র সম্ভু দাশের পুত্র বিল্পব দাশ (২৭)।
জানা যায়, সিএনজি অটোরিকশা যোগে চন্দনাইশ উপজেলার জোয়ারা এলাকা থেকে প্রথমে কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশে মইজ্জারটেক সেখান থেকে আরেকটি সিএনজি অটোরিকশা যোগে অক্সিজেন মোড়ে সেখান থেকে ফটিকছড়ির একটি সিএনজি অটোরিকশা যোগে আত্নীয় বাড়িতে যাওয়ার পথে উল্লেখিত স্থানে চট্টগ্রাম শহরমুখী পদক্ষেপ নামের একটি বাসের সাথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্ত্রী সন্তান সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ওমান প্রবাসী নারায়ণ দাশ, একইসাথে স্বজনদের সবাইকে হারিয়ে পাগলপারা হয়ে তিনি দেশে ফিরছেন বলে জানা গেছে। তিনি বাড়িতে পৌঁছালে নিহতদের লাশগুলোর সৎকার করা হবে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন ,ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশগুলো আমার ব্যাক্তিগত অর্থায়নে সৎকার করার ব্যাবস্থা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post