সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৬ হাজার ৬৯৫ জনকে গ্রেফতার করেছে। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১০ হাজার ৫১৮ জন আবাসন আইন, ৩ হাজার ৯৫৩ জন সীমান্ত সুরক্ষাবিধি এবং ২ হাজার ২২৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।এসময় সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ৭৮৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৪২ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়। এছাড়া আবাসিক ও কর্মবিধি লঙ্ঘন করে এবং গোপন কর্মকাণ্ডে জড়িতদের সহায়তা, পরিবহণ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ১৮ জনকেও গ্রেফতার করা হয়েছে। এর আগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, কেউ যদি অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করে, তবে কঠোর শাস্তি হিসেবে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং আবাসন বাজেয়াপ্ত করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post