বাঙালিরা যেখানেই যান সেখানেই গড়ে তোলেন মিনি বাংলাদেশ। এভাবেই বিশ্বের বুকে গড়ে উঠেছে অসংখ্য বাঙালি অধ্যুষিত এলাকা। যার মধ্যে অন্যতম আমিরাতের আজমানের লেবার কমিউনিটি মার্কেট, যা বাঙালি মার্কেট নামে পরিচিত। এই মার্কেটে মাত্র ৩৫ দিরহাম দিলেই পাওয়া যায় দোকান। যেখানে ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসা পরিচালনা করা যায়। এতে ভাগ্য বদল হচ্ছে অনেক বাঙালির। আমিরাতে বেশ কয়েকটি এমন বাঙালি মার্কেট আছে।
আজমানের চায়না মার্কেটের পাশে বাঙালি মার্কেট। সন্ধ্যা হলেই বাঙালিদের পদচারণায় জমে উঠে এ-মার্কেট। বাংলাদেশি রেস্টুরেন্টের মতই বিসমিল্লাহ হোটেল, ভাই ভাই হোটেলকে ঘিরে চলে আড্ডা। খাবারের দোকানসহ নানা দোকানের পসরা সাজিয়ে বসেছেন বাঙালি প্রবাসীরা। শাক-সবজি, ফল, ফুচকা, ঝালমুড়ি, তাজা মুরগি, মাছ-মাংস, নানা ধরনের হাতের পিঠাসহ দেশীয় খাবার পাওয়া যায় এখানে। রয়েছে গ্রোসারি, দেশীয় কাপড়ের দোকান, মোবাইল শপসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান।
বাজারের এক প্রবাসী ক্রেতা জানান, বাঙালি মার্কেটে সল্পমূল্যে সবকিছু পাওয়া যাচ্ছে। বিভিন্ন সুপার মার্কেট থেকে দামও অনেক কম। এবং তাজা শাক-সবজি, মাছ-মাংস, দেশীয় ফল, মুদি সামগ্রী, মোবাইল সামগ্রীসহ হাতের পিঠাও পাওয়া যাচ্ছে।
গ্রোসারি ব্যবসায়ী হবিগঞ্জের প্রবাসী আবদুল হক জানান, তিনি ছোট্ট একটা দোকান নিয়ে বসেছেন। যত টুকু সম্ভব ক্রেতাদের কমমূল্যে পণ্য দেয়ার চেষ্টা করেন। ক্রেতাদের মার্কেটে ঘুরে আসারও আহবান জানান এই ব্যবসায়ী।
আপনার মন্তব্য: