কুয়েতে অভিযান চালিয়ে ৫৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আবাসিক তদন্ত বিভাগ। আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার আল-আহমাদি, ফারওয়ানিয়া, হাওয়ালি এবং আল-জাহরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর আবাসিক আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তাদেরকে দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইদানীং কুয়েতের আইন প্রয়োগকারী সংস্থা আবাসিক আইন লঙ্ঘনের কারণে প্রবাসীদের গ্রেপ্তার করছে। যাদের বেশিরভাগ আকামা আইন লঙ্ঘনকারী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post