ইতালিতে ক্রমেই কঠিন হচ্ছে অভিবাসী ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে দেশটির বর্তমান সরকার অবৈধভাবে আসা অভিবাসীর ঢল থামাতে চেষ্টা অব্যাহত রেখেছে। নতুন অভিবাসী আইনে বাদ পড়েনি বাংলাদেশিরাও। দেশটির ক্ষমতাসীন দল মেলোনি সরকার অভিবাসীদের জন্য একটি আইনের গেজেট প্রকাশ করেছেন। এতে বাংলাদেশিসহ যেকোন দেশের অভিবাসীরা যদি অ্যাসাইলামে আবেদন করে তাকে ৪ হাজার ৯৩৮ ইউরো গুনতে হবে। এ টাকার মাধ্যম হতে পারে কোন ইন্সুইরেন্স বা ব্যাংক।
কোন অভিবাসী যদি অ্যাসাইলামের আবেদন করে আর সরকার যদি কোন কারনে নাকচ করে দেয় তাহলে পুনরায় আপিলের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত অর্থের নিশ্চয়তা দিয়ে পরবর্তী শুনানি পর্যন্ত ইতালিতে থাকতে হবে।
এদিকে চিকিৎসা ক্ষেত্রে বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিলো ইতালির মেলোনি সরকার। দেশটিতে অবস্থানরত বৈধ-অবৈধ বিদেশি, শিক্ষার্থী এমনকি পর্যটকরা এতোদিন বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেও আগামী বছর থেকে প্রায় দুই হাজার ইউরো করে দিতে হবে।
সম্প্রতি মেলেনি সরকার অধ্যাদেশ জারি করায় ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ইতালিতে চিকিৎসা পেতে আগামী বছর থেকে গুনতে হবে ২ হাজার ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা। সরকারের নেয়া এ সিদ্ধান্তে দেশটিতে বসবাসরত বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বেশ হতাশ হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post