ইতালিতে প্রথমবারের মতো নির্ধারণ করা হচ্ছে ন্যূনতম মজুরি কাঠামো। আগামী কয়েক মাসের মধ্যে তা কার্যকর হচ্ছে বলে আভাস দিয়েছে বিভিন্ন সরকারি দফতর। এতে দেশটির বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বেশ খুশি। ইউরোপের অধিকাংশ দেশের নিজস্ব জাতীয় ন্যূনতম মজুরি আইন থাকলেও, ইতালিতে তা এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি। একটি সমন্বিত জাতীয় চুক্তির মাধ্যমে যুগ যুগ ধরে দেশটির মালিক ও শ্রমিকদের কাজ এবং লেনদেন শর্তাবলী পরিচালিত হচ্ছে।
তবে সম্প্রতি ইতালির সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি নীতিনির্ধারকরাও ন্যূনতম মজুরি কাঠামো পাস করার পক্ষে অবস্থান নেন। দেশজুড়ে চলে গণস্বাক্ষর কর্মসূচি। চলতি বছরের শেষে অথবা ২০২৪ সালে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। এমন খবরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি, যার মধ্যে ২৭ লাখ বিদেশি। দেশটিতে বসবাস করছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি। বর্তমানে ন্যূনতম মজুরি প্রায় ১১০০ ইউরো হলেও, নতুন এ কাঠামো কার্যকর হলে তা দেড় হাজার ইউরোর বেশি হবে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশিদের নিকট ব্যাপক জনপ্রিয় স্পন্সর ভিসার আবেদনপত্র শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন ক্লিক ডে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post