মালয়েশিয়ায় একটি বিলাসবহুল ভবনে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের জালান মুন্সি আবদুল্লাহর একটি বিলাসবহুল ভবন থেকে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেছেন, বৃহস্পতিবার জনসাধারণের অভিযোগের পর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নজরদারি শেষে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পাকিস্তান ও থাইল্যান্ডের ২০ থেকে ৭০ বছর বয়সী ১৩০ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছে। কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে।
ইমিগ্রেশনের প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিদেশিরা তিন বা চার বেডরুমের ইউনিটসহ দুটি কনডোমিনিয়াম ব্লক ভাড়া নিয়েছিল, যার প্রতিটিতে কমপক্ষে আটজন ব্যক্তি বাস করছিল। তারা প্রতি মাসে ৫০০ থেকে ৮০০ রিঙ্গিত পর্যন্ত ভাড়ায় ওই রুম নিয়েছিলেন। গ্রেপ্তারকৃতদের ইমিগ্রেশন অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট ও ইমিগ্রেশন রেগুলেশনস এর অধীনে তদন্তের জন্য সেলাঙ্গরের অভিবাসন ডিপোতে রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post