সৌদি আরব থেকে ছুটি নিয়ে দেশে আসেন, এর আট দিনের মাথায় ১৩ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনার জেরে মানিকগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় স্বামীর হাতে খুন হন রোকসানা বেগম (৪৫)। ঘুমন্ত স্ত্রীকে খুনের পর লাশটি স্বামী মো. বাবুল (৩৮) নিজ হাতে ঘরের মেঝে কোদাল দিয়ে খুঁড়ে পুঁতে রেখে পালান।
এদিকে ক্লুলেস এ হত্যাকাণ্ডের পর পালিয়ে খুলনায় আত্মগোপনে থাকার ছয় দিনের মাথায় পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ঘাতক বাবুলকে হাদিস পার্ক এলাকা থেকে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে সিংগাইর উপজেলার চর নয়াবাড়ি গ্রামের মৃত ছইজুদ্দিনের মেয়ে রোকসানার সঙ্গে বাবুলের বিয়ে হয়।
পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে মামলার বাদী খুনের শিকার রোকসানার ভাই ফজল তার বোনের অর্ধগলিত লাশের ডান হাতের ট্যাটু ও ঘটনাস্থল থেকে উদ্ধার হাতঘড়ি দেখে শনাক্ত করেন লাশটি তার বোন রোকসানার। এর আগে ১৮ অক্টোবর ভোরে ঘরের মেঝে থেকে পুঁতে রাখা রোকসানার লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, হরিরামপুর উপজেলার দড়িকান্দি এলাকার শেখ কাশেম আলীর ছেলে বাবুল তিন বছর আগে রোকসানাকে গোপনে বিয়ে করেন। এটি ছিল বাবুলের দ্বিতীয় বিয়ে। বিয়ের পরই সৌদি আরব চলে যান রোকসানা। সৌদি থেকে নিয়মিত দেশে স্বামীর কাছে টাকা পাঠাতেন। সে টাকা দিয়ে শানবান্দা এলাকায় জমি ক্রয় করে একতলা বাড়ি নির্মাণ করেন বাবুল।
৬ অক্টোবর সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রোকসানা। পরে সাভারের একটি ভাড়া বাসায় স্বামী বাবুলকে নিয়ে থাকেন। এরপর ১৩ অক্টোবর শানবান্দা গ্রামের ওই নির্মাণাধীন বাড়িতে আসেন রোকসানা-বাবুল দম্পতি। রাতে সেখানে পারিবারিক বিষয় নিয়ে রোকসানার সঙ্গে বাবুলের কথাকাটাকাটি হয়। এরপর একসময় রোকসানা ঘুমিয়ে যান। ভোর রাতে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করে পাশের রুমের মেঝেতে বালুর মধ্যে লাশ পুঁতে রেখে পালিয়ে যান বাবুল।
এদিকে পুলিশ হেফাজতে থাকা ঘাতক বাবুল জানান, ঘটনার দিন ১৩ অক্টোবর রাতে প্রথম স্ত্রীকে তালাক দিতে চাপ ও তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে আসামি বাবুলকে আদালতে তোলা হলে আদালতের কাছে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন বাবুল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post