হামাস–ইসরায়েল সংঘাতের মধ্যেই ইসরায়েলিদের জন্য আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। বৃহস্পতিবার, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ঘোষণা করেছে যে ইসরাইল মার্কিন ভিসা মওকুফ কর্মসূচিতে (ভিডব্লিউপি) যোগ দিতে যাচ্ছে। এর মানে হলো, এখন থেকে ইসরায়েলিরা ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পারবে।
ভিডব্লিউপি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিকদের আমেরিকায় ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়া হয়। ইসরায়েল এই চুক্তিতে যোগদানের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশের সাথে যোগ দিল।
ইসরায়েলিদের জন্য ভিসা মওকুফের এই ঘোষণাকে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতির একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিডেন প্রশাসন এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। তখন বাইডেন প্রশাসন জানায়, ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসবে ইসরায়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইসরায়েলি নাগরিকেরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।
এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ)। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং ৯০ দিনের বেশি থাকবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন।
ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসতে হলে এসব নিয়মের মধ্যে যেতে হবে। না যেতে পারলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে।
এই আবেদন আপাতত কেবল ইংরেজিতেই করা যাবে। আগামী ১ নভেম্বরের পর অন্য ভাষাতেও করার সিস্টেম চালু করবে আমেরিকা।
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় ইসরায়েল–হামাস সংঘাত। এরই মধ্যে এতে দুই পক্ষের ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এই সংঘাতে ইসরায়েলকে সব রকমের সহযোগিতারা আশ্বাস দিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post