বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে খসড়া সমঝোতা স্মারক প্রস্তাব করেছে ওমান। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে স্মারক পর্যালোচনা ও চূড়ান্ত করার বিষয়ে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং ওমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওমানের রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি। এতে ওমানি কর্মীদের বাংলাদেশে কর্মসংস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ থেকে ওমানে কর্মী পাঠানো হচ্ছে ২০০৮ সালে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায়। এই স্মারকের চেয়ে উপস্থাপিত খসড়া সমঝোতা স্মারকটিতে কর্মীদের সুরক্ষা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।
এছাড়া, ওমান আইসিটি, জ্বালানিসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী বলে উল্লেখ করেন দেশটির রাষ্ট্রদূত ড. সুলাইমান সউদ আল জাবরি। তিনি জানান, ওমানে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মীরা সংখ্যাগরিষ্ঠ। প্রায় ৭ লাখ বাংলাদেশি কর্মী বর্তমানে ওমানে কর্মরত আছেন। এর পাশাপাশি অনেক বাংলাদেশি কর্মী তাদের পরিবারসহ ওমানে বসবাস করছেন।
খসড়া সমঝোতা স্মারকের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দফতরের মতামত গ্রহণপূর্বক দ্রুততম সময়ের মধ্যে ওমানপক্ষকে চূড়ান্ত খসড়া সমঝোতা স্মারক পাঠানো হবে বলে জানান বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান। বৈঠকে ওমান প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ওমান পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ বিন নাছের আল কিনদি, ওমান কনস্যুলার ডিপার্টমেন্টের প্রধান জজসিম বিন এইদ আল সাদি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post