ওমানের সড়কপথ যেন বাংলাদেশিদের জন্য মৃত্যুফাঁদ হয়ে উঠছে। গত এক সপ্তাহে অন্তত ৬ জন বাংলাদেশি দেশটির বিভিন্ন সড়কে প্রাণ বিসর্জন দিয়েছেন। সবশেষ শুক্রবার কাবুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মিয়া নামে এক প্রবাসী গুরুতর আহত হন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে সাইকেলে করে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। বর্তমানে সোহার হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইদ্রিস। তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি থানার সদরখিল গ্রামে।
আহত ইদ্রিস মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে প্রবাস টাইমকে জানান, ঘটনার অল্প সময় আগেও ইদ্রিসের সাথে তার কথা হয়েছিলো। তার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটলো। রাবেয়া জানান, তাদের পরিবারে দুই সন্তান।
এ ছাড়া নিকট আত্মীয়ের মধ্যে কেউই নেই। ওমানে তার স্বামীর দেখভালের জন্যেও কেউ নেই। বিলাপ করতে করতে রাবেইয়া বলেন, সব জেনেও স্বামীর জন্য দেশ থেকে কিছুই করতে পারছেন না তিনি।
এর আগে ২০১৯ সালে ইদ্রিস তার ভাগ্নের মাধ্যমে ওমানে যান। বৈধ কাগজ না থাকলেও সেখানকার একটি মাদ্রাসা ও টেইলারের দোকানে কাজ করে উপার্জন করতেন। পরিবারে একমাত্র তিনিই উপার্জনক্ষম ব্যক্তি। এমন মানবিক সংকটে স্ত্রী দেশের সরকার এবং ওমানের বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post