রাজধানীর শান্তিনগর এলাকায় স্ত্রীর সামনে এক এজেন্সি মালিককে হত্যা করেছেন তার নিকটাত্মীয়রা। নিহত ব্যক্তির নাম বাহার (৪৫)। উপুর্যুপরি কিল-ঘুষি ও মারধরে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শন্তিনগরের বাহার ওভারসিজের অফিসে এ ঘটনা ঘটে।
মরদেহ নিয়ে ঢাকা মেডিকেলে আসা বাহারের স্ত্রী জয়নব গণমাধ্যমকে বলেন, আমার বোনের জামাই জাকের, ছোট ভাই ইউনুস ও বোন ফাতেমা বেগম আমার স্বামীকে হত্যা করেছে। তারা তিনজন আমার স্বামীর মাথায় অনেক কিল-ঘুষি মারে এবং গলা টিপে দেওয়ালের সঙ্গে ধরে রাখে। এক পর্যায়ে আমার স্বামী নিস্তেজ হয়ে যান। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তার হার্টে দুটি ব্লক রয়েছে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক বলছেন, তিনি আগেই মারা গেছেন।
তিনি আরও বলেন, আমার বোনের জামাইয়ের দুবাই যাওয়ার কথা ছিল। তাকে বলা হয়েছে, আজ ভোর ৫টায় ফ্লাইট, এয়ারপোর্টে তিন ঘণ্টা আগে আসতে হবে। কিন্তু তিনি ভেবেছেন বিকেল ৫টায় ফ্লাইট! ফলে ফ্লাইট মিস করেন। এ নিয়ে অফিসের মধ্যে আমার স্বামীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কিল-ঘুষি মেরে আমার স্বামীকে মেরে ফেলে।
কাঁদতে কাঁদতে জয়নব বলেন, আমার চোখের সামনে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আমার ছয় বছরের একটা ছেলে আছে। সে বাবা ছাড়া কিছুই বোঝে না। এ অবুঝ শিশুটিকে কীভাবে বুঝ দেবো?
এ সময় শিশু জিহাদ পাশে রাখা বাহারের মরদেহ ধরে বারবার বলছিল, ‘ওঠো বাবা ওঠো। মা, বাবা কথা বলে না কেন’?
বাহার ওভারসিজের স্টাফ মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটেছে। যেহেতু তাদের পারিবারিক বিষয় সেজন্য আমরা কিছু বলতে পারিনি। তাদের ভোর ৫টার ফ্লাইট ছিল। কিন্তু তারা মনে করেছে বিকেল ৫টা! এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কির পর মারামারির ঘটনা ঘটে।
রমনা থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী ঘটনা ঘটেছে, কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়টি আমরা আপাতত তার স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি। আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত বাহারের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post