এক যুগ আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সুমন আহমেদ। সৌদি আরবে থাকা অবস্থায় মক্কা নগরীর বাসিন্দা ফয়সাল হাজ্জাজি ও তাঁর ভাই মানসুর হাজ্জাজির বাড়িতে কাজ করতেন তিনি। সুমনের সঙ্গে তাঁরা কখনো কর্মচারীর মতো আচরণ করেননি। বন্ধুর মতো ভাবতেন। সেই ভালোবাসা থেকে সম্প্রতি সুমনের বাড়িতে আসেন সৌদি আরববাসী দুই ভাই। ঘুরে দেখলেন দেশের বিভিন্ন দর্শনীয় স্থানও।
২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত সুমন ফয়সাল হাজ্জাজির বাড়িতে কর্মরত ছিলেন। ফয়সাল হাজ্জাজি পুলিশের সাবেক অফিসার আর ছোট ভাই মানসুর হাজ্জাজি মক্কা নগরীর কিং আবদুল আজিজ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।
সুমনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল হাই। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজারে থাকেন।
জানা যায়, গত সোমবার সৌদি আরবের দুই সহোদর ভাই পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুমনের বাড়িতে। আগামীকাল শনিবার সৌদি আরব ফিরে যাবেন তাঁরা।
সুমন আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায়, সৌদি আরবের দুই ভাই সুমনের সঙ্গে গাড়িতে করে বাড়িতে পৌঁছে তাই দুই শিশুকন্যাকে কোলে নিয়ে আদর করছেন। তাঁদের জন্য বিভিন্ন ধরনের মিঠাই এনেছেন। এগুলো দেওয়া-নেওয়ার আনন্দ মেতেছেন দুই ভাই। ঘরের মেঝেতে বসে গল্প করছেন নিজের বাড়ির মতো। আরবি ভাষায় কথোপকথন করছেন সুমনের সঙ্গে।
সুমন আহমেদ বলেন, ‘সৌদি আরবে থাকাকালীন তাঁদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা কখনো আমাকে কর্মচারী মনে করতেন না। আমাকে তাঁদের পরিবারের একজন সদস্য মনে করতেন। সৌদি আরবে তাঁদের বাড়িতে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের সঙ্গে ছিল আমার বন্ধুর মতো সম্পর্ক।’
আবেগে আপ্লুত হয়ে সুমন আহমেদ বলেন, ‘ভালোবাসার টানে এক যুগ পর বাংলাদেশে এসেছেন তাঁরা। আমি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের নিয়ে আসি। এরপর গাড়ি নিয়ে চলে যাই কক্সবাজার টেকনাফে। সেখানে ঘুরে গতকাল বৃহস্পতিবার রাতে জৈনা বাজার বাসায় এসেছেন। আজ শুক্রবার আমার গ্রামের বাড়ি বেড়ানো শেষে আগামীকাল শনিবার দেশে ফিরে যাবেন তাঁরা।’
‘সুদূর সৌদি আরব থেকে আমাকে ভালোবেসে তাঁদের আগমন। আমাকে এবং আমার পরিবারকে অনেক আনন্দ দিয়েছে। আর বিশ্বাস দিয়ে সবকিছু সম্ভব—এটা প্রমাণিত হয়েছে।’ যুক্ত করেন সুমন আহমেদ।
সৌদি আরবের নাগরিক ফয়সাল হাজ্জাজি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশে এসে আমরা খুবই আনন্দ পেয়েছি। বাংলাদেশের মানুষ খুবই ভালো। তাদের চলাচল একদম সহজ-সরল। ধর্মীয় বিধিবিধান মেনে অনেক মানুষ নামাজ আদায় করছে। এগুলো আমাদের আনন্দ দিয়েছে অনেক।’
ছোট ভাই মানসুর হাজ্জাজি আজকের পত্রিকাকে বলেন, ‘সুমন আহমেদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এ সম্পর্কের কারণে তাঁকে দেখতে বেড়াতে তাঁর দেশে চলে এলাম। অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখা হয়েছে। গাজীপুর খুবই সুন্দর জেলা। হয়তো আবার বাংলাদেশে আসব বেশি সময় নিয়ে। সুমন আহমেদ আমাদের বাড়িতে দীর্ঘদিন থেকেছেন। তাঁর কার্যকলাপ আমাদের অনেক ভালো লেগেছে। তাঁর প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। তাঁকে সব সময় আমরা পরিবারের সদস্য মনে করতাম। আর এখনো করি। তাই এত ভালোবাসা তাঁর প্রতি।’
জৈনা বাজারের এক ব্যবসায়ী মো. মাসুদ রানা বলেন, ‘সৌদি আরবের দুই ভাই বেড়াতে এসে বাজার ঘুরে দেখেছেন। আমাদের সঙ্গে কুশল বিনিয়ম করছেন। স্থানীয় মসজিদে নামাজ আদায় করছেন। তাঁরা খুবই ভালোভাবে সবার সঙ্গে মিলেমিশে সময় পার করছেন।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post