ওমানে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার জরুরী আহবান জানিয়েছেন। প্রবাস টাইমের কাছে পাঠানো রাষ্ট্রদূতের প্রেস বিজ্ঞপ্তি হুবহু নিম্নে তুলে ধরা হইলো:
“ওমানে বসবাসরত সকল বাংলাদেশি ভাই-বোনদের জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে বেশ কয়েকজন বাংলাদেশি ভাই ওমানে অকালে মৃত্যু বরন করেছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করছি।
এ বিষয়ে আমি ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে জানতে পেরেছি যে বাংলাদেশি ভাই-বোনেরা রোগটির ভয়াবহতা অনেক সময় বুঝতে ভুল করেন এবং সহজে হাসপাতালে যেতে চান না। তাছাড়া অনেক সময় তারা দেরিতে হাসপাতালে যান, ফলে তাদের অবস্থা জটিল আকার ধারণ করে। সময়মত হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করলে শতকরা ৯৮ ভাগেরও বেশী মানুষ সুস্থ হবার সম্ভাবনা থাকে। তাই করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে অর্থাৎ জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা বা সামান্যতম শ্বাস-প্রশ্বাসের সমস্যা হলে এক মুহূর্ত দেরি না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করবেন। যদি কাছাকাছি কোন সরকারী হাসপাতাল না থাকে তবে নিকটবর্তী বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা করবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। আপনার আরবাব চিকিৎসা খরচ না দিলে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমান সরকারের মাধ্যমে আরবাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আরো পড়ুনঃ ওমান থেকে ভ্রমণের অনুমতির প্রয়োজন নেই
যাদের পতাকা আছে তারা পতাকা দেখিয়ে হাসপাতালে ডাক্তার দেখাবেন এবং ভর্তির প্রয়োজন হলে ভর্তি হবেন। এ ক্ষেত্রে আপনার আরবাব আইন অনুযায়ী সকল খরচ বহন করতে বাধ্য থাকবে। আপনার আরবাব চিকিৎসা খরচ না দিলে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমান সরকারের মাধ্যমে আরবাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
যাদের পতাকা নাই অথবা যারা অবৈধ তারাও করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে হাসপাতালের জরুরী বিভাগে দেখা করবেন। ওমানের আইন অনুযায়ী করোনা ভাইরাসের চিকিৎসা গ্রহণ এবং ভর্তির প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের চিকিৎসা সেবা দিতে বাধ্য থাকবে। যদি কোন হাসপাতাল পতাকা না থাকার কারণে আপনাদের চিকিৎসা না দেয় তবে বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমান সরকারের মাধ্যমে সেই হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আপনারা সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ আমাদের সবার সহায় হউন।
মোঃ গোলাম সারোয়ার
রাষ্ট্রদূত
মাস্কাট, ওমান”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post