আকাশে উড়ছিলো যাত্রীবাহী বিমান। হঠাৎই সেই বিমানে ছড়িয়ে পড়ে বোমাতঙ্ক। তড়িঘড়ি বারাণসী বিমানবন্দরে সেই বিমান অবতরণ করা হয়। এভাবেই মুম্বাই থেকে বারণসীগামী আকাসাএয়ারের একটি ফ্লাইট নিদারুণ ভোগান্তিতে পড়ে।
শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ ১৬৬ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে বারাণসীর উদ্দেশে রওনা দেয় আকাসা এয়ারলাইনের ওই বিমান। এরমধ্যেই আকাসার সোশ্যাল হ্যান্ডেলে বিমানের মধ্যে বোম রয়েছে বলে একটি মেসেজ আসে। এরপরেই তৎপরতা শুরু হয়। বারাণসী এয়ার ট্রাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গে QP 1498 বিমানের পাইলটের কাছে জরুরি বার্তা পাঠায়। বোমাতঙ্কের কথা জানতে পেরেই বিমানের জরুরি অবতরণের প্রস্তুতি শুরু হয়। ঘাবড়ে যান বিমানযাত্রীরাও। এরপর বারণসী বিমানবন্দরেও সতর্কবার্তা পাঠানো হয়।
বারণসী বিমানবন্দরে একটি বিচ্ছিন্ন রানওয়েতে বিমানটি জরুরি অবতরণ করার পর দ্রুত যাত্রীদের বের করে আনা হয়। এরপরেই তল্লাশিতে নামে নিরাপত্তা বাহিনী। বারাণসী বিমানন্দরের পরিচালক পুনীত গুপ্তা জানান, পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে আপত্তিকর কিছুই মেলেনি।
এর আগে অগাস্ট মাসে দিল্লি-পুনে ভিস্তারা এয়ারলাইনের বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। আর তার জন্য আট ঘণ্টা দেরিতে ছাড়ে বিমানটি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তথ্যটি সম্পূর্ণ গুজব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post