মালয়েশিয়া থেকে অবৈধভাবে পায়ুপথে দুটি স্বর্ণের বার নিয়ে বিমানবন্দরে কাস্টমসের হাতে ধরা পড়েছেন শাহজাহান হাওলাদার নামের এক প্রবাসী। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস বিমানবন্দর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, শাহজাহান হাওলাদারের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। সে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টম হাউজের কর্মকর্তারা তার কাছে ঘোষণাতিরিক্ত কোনও স্বর্ণ আছে কিনা জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে এক্স-রে করলে তার পায়ুপথে ধাতব বস্তুর অস্থিত্ব পাওয়া যায়। এরপর তার শরীর থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পরে ওইদিনই পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত শুনানি শেষ তাকে কারাগারে প্রেরণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আসামি শাহজাহান হাওলাদার এখন কারাগারে আছে। মামলার তদন্ত চলছে। অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি এগুলো যাচাই-বাছাই চলছে।
মামলার এজাহারে বলা হয়, উদ্ধারকৃত দুটি স্বর্ণের বারের যার ওজন ১৯৬ গ্রাম। এছাড়াও পাঁচটি, তিন পিস চেইন, চেইনের খণ্ডিত অংশ ১ টুকরো উদ্ধার করা হয়েছে; যার ওজন ৯৩ গ্রাম। পরবর্তী সময়ে তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ পরীক্ষা করে জানা যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এজাহারে আরও বলা হয়, শাহজাহান হাওলাদারের এমন কার্যকলাপ কাস্টম আইন ১৯৬৯ এর ২ ধারা অনুসারে চোরাচালান হিসাবে বিবেচিত এবং একই আইনের ধারা ১৫, ১৬, এবং ৩২ অনুযায়ী সংঘটিত অপরাধ। স্বর্ণবারের চালানটি বহনের পক্ষে আসামি কোনও দলিলাদি প্রদর্শন করতে পারেননি এবং আসামি কোনও ঘোষণা প্রদান করেনি। আটককৃত স্বর্ণবার ক্রয়ের অর্থ কীভাবে পরিশোধিত হয়েছে, তার পক্ষে কোনও প্রমাণাদি না থাকায় তা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এর ধারা-৫ এর লঙ্ঘন।
আটক হওয়ার পর শাহজাহান হাওলাদার কাস্টম হাউজে ঘটনার সত্যতা স্বীকার করে একটি স্বীকারোক্তিমূলক বিবৃতিও দেন।
এ বিষয়ে মামলার বাদী সহকারী রাজস্ব কর্মকর্তা সুব্রত দাস গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আমরা আটক করি। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post