মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুরগামী দোতলা এক্সপ্রেস যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) অগ্নিনির্বাপক কর্মকর্তা মোহাম্মদ শুকরি মাত নূর (৫৫), বাসের চালক আবদুল আজিজ দাউদ (৬৩) ও বাংলাদেশি প্রবাসী কামাল হোসেন (৪১)। নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুরগামী দোতলা একপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস চালকের অতীতে বিভিন্ন ট্র্যাফিক অপরাধের জন্য ২২ বার সমন জারি ছিল। দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইওয়ের বাঁকের মধ্য দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এই ঘটনায় বাসের বাম পাশে থাকা ছয়জন যাত্রীও আহত হয়। দুর্ঘটনায় নিহত ও আহতদের কুয়ালা লিপিস হাসপাতাল ও গুয়া মুসাং হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারা অনুযায়ী আরও তদন্ত চালাচ্ছে বলে জানায় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post