আপনার যদি একটি গাড়ি বা বাইক থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তার মাইলেজ কত। এর পাশাপাশি পেট্রোল বা ডিজেলের দামের হ্রাস-বৃদ্ধির দিকেও নজর রাখেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন বিমানের মাইলেজ কত এবং এতে জ্বালানি রাখা হয় তার দাম কত? বিমানের জ্বালানি সম্পর্কে বলার আগে এতে কোন ধরনের জ্বালানি ব্যবহার হয় এবং এক লিটার তেলের দাম কত, সে বিষয়েও জেনে নেওয়া দরকার। বিমান বা হেলিকপ্টারের মত যেকোনও জেটের জন্য বিশেষ জেট ফুয়েল রয়েছে। এই জেট ফুয়েলকে এভিয়েশন কেরোসিন বলা হয় এবং এটি QAV নামেও পরিচিত।
জেট ফুয়েল হলো দাহ্য এবং এটি পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি পাতন তরল। এটি এভিয়েশন কেরোসিনের উপর ভিত্তি করে একটি জ্বালানি তৈরি করা হয় এবং এটি বাণিজ্যিক বিমান পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে আপনি এই ধরনের তেলের দাম শুনলে চমকে যেতে পারেন। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, এভিয়েশন পেট্রোলের দাম আলাদা আলাদা হয়ে থাকে। দিল্লিতে এর দাম প্রতি কিলোলিটারে ১,০৭,৭৫০ টাকা। অর্থাৎ ১ লিটারের দাম প্রায় ১০৭ টাকা। এক কিলোলিটারে ১০০০ লিটার তেল থাকে। মুম্বাইয়ে এর দাম ১,০৬,৬৯৫ টাকা, কলকাতায় ১,১৫,০৯১ টাকা। তাই সাধারণ পেট্রোল এবং এভিয়েশন পেট্রোলের হারে খুব বেশি পার্থক্য নেই।
এবার জানা যাক, ১ লিটার এভিয়েশন পেট্রলে বিমান কতটা মাইলেজ দেয়। আসলে, ফ্লাইট এর মাইলেজ বাইকের মত গণনা করা হয় না। রিপোর্ট অনুযায়ী, ফ্লাইট এর স্থল গতি প্রতি ঘন্টায় ৯০০ কিলোমিটার অর্থাৎ ২৫০ মিটার প্রতি সেকেন্ড। এই এক ঘন্টায় ২৪০০ লিটার পেট্রোল খরচ হয় এবং ৯০০ কিলোমিটার ফ্লাইট উড়ে যায়। এই ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২.৬ লিটার পেট্রোল এবং প্রতি ৩৮৪ মিটারে এক লিটার পেট্রোল খরচ হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post