চলছিলো উড়োজাহাজের প্রদর্শনী। এর মধ্যেই ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের সময় দুই বিমানের ধাক্কা লেগে বিমান চালকদের মৃত্যু হয়েছে। ঘটনাটি আমেরিকার নেভাদার অঞ্চলের। সেখানে রেনোয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এয়ার রেসেসে এই দুর্ঘটনা ঘটে।
রেনো উড়োজাহাজ প্রতিযোগিতার আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে টি-৬ গোল্ড রেসের শেষে অবতরণের সময় দু’টি বিমানের ধাক্কা লাগে। তাতে দু’জন চালকের মৃত্যু হয়। সংস্থার দাবী, এই ঘটনায় দর্শকদের কেউ হতাহত হননি। তবে এর পরেই ওই উড়ান প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে। সংস্থা এ-ও জানিয়েছে, যাত্রী এবং চালকদের সুরক্ষাই তাঁদের কাছে অগ্রাধিকারের বিষয়। দুর্ঘটনার পর দুই চালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
গত বছর নেভাদাতেই উড়ান প্রতিযোগিতার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক চালকের। ২০১১ সালে প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকাসনে ভেঙে পড়ে একটি বিমান। তাতে ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৬০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post