মক্কায় ওমরাহ পালনে মুসলিম নারীদের জন্য পোশাক বিধি চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তারা তিনটি বিধির কথা বলেছে। খবর গালফ নিউজের
নারীদের ওমরাহ পালনের ক্ষেত্রে পোশাকবিধির বিষয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
পোস্টে বলা হয়, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।
প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনের ক্ষেত্রে মুসলিম নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদির কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post