সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামে এক বাংলাদেশী যুবক মারা গেছেন। নিহতের লাশ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে আছে বলে জানিয়েছেন স্বজনরা। শনিবার বেলা ১০টায় সৌদি আরব থেকে ওমরা করে কাতার ফেরার পথে সৌদি আরবের বর্ডার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ সময় আহত হয়েছেন মুছা মিয়া নামের আরেক যুবক। শনিবার বিকেলে নিহতের ছোট ভাই আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালা মিয়ার ছেলে। তার একমাত্র ছেলে সালমানের বয়স তিন বছর। ১০ ভাই-বোনের মধ্যে কবির হোসেন তৃতীয়। আহত মুছা মিয়া একই গ্রামের আসক আলীর ছেলে।
নিহতের ছোট ভাই আতাউল্লাহ জানান, নয় বছর ধরে কাতার আছেন কবির। ছুটি কাটিয়ে দুই থেকে তিন মাস আগে কাতার যান তিনি। গত সপ্তাহে বন্ধুদের নিয়ে সৌদি আরব ওমরা করতে যান। শনিবার সৌদি আরব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।
এদিকে সৌদি আরবে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আমির হোসাইন মাসুদ নামে অপর এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরের দিকে রিয়াদে তার মৃত্যু হয়। মাসুদ ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post