কুয়েতে ছুরিকাঘাতে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর। ৩ সপ্তাহ আগে কুয়েতের আল-মাতলা এলাকায় ওই বাংলাদেশিকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রবাসী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অব্যাহত অভিযানে এই চার জনকে গ্রেপ্তার করা হলো।
হত্যার ঘটনায় পঞ্চম সন্দেহভাজন এখনো পলাতক। শ্রমিক হত্যার ঘটনায় কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমে শোরগোল পড়ে যায়, সবশেষ গ্রেপ্তারের সংবাদও স্থানীয় খবরের পাতায় উঠে এসেছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিহত ওই বাংলাদেশির সহকর্মী ছিলেন। তারা বাংলাদেশিকে হত্যা করার কথা স্বীকার করেছে। খাইতান, ওয়াফরা, জিলিব ও আল-মাতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এর আগে মাতলা এলাকার একটি ভবনে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post