সেবার ক্ষেত্রে প্রবাসীদের অবহেলা না করে ব্যাংকিং খাতের সেবার মান বৃদ্ধি করলে ডলার সংকট কমবে বলে মনে করেন আমিরাত প্রবাসীরা। এছাড়া প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে অনুরোধ জানিয়েছেন তারা। গত সোমবার দুবাইয়ে সেন্টার ফর এনআরবির আয়োজনে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং’ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
বক্তারা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এনআরবি তথা প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পরও তারা অবহেলিত। বিমান ভাড়া থেকে শুরু করে প্রবাসীদের বিভিন্ন রাষ্ট্রীয় সেবায় যথেষ্ট ঘাটতি রয়েছে। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ প্রেরণের বিষয়টিও এখনও সমাধান হয়নি।’ চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান।
সবার বক্তব্য ও অভিযোগ শোনেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর। পরে এ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার অঙ্গীকার করেন তিনি। এনআরবি সেন্টারের চেয়ারপারসন শেকিল চৌধুরী বলেন, ‘প্রবাসীদের সমস্যা চিহ্নিত করে এর সমাধানকল্পে কাজ করে যাচ্ছে এনআরবি। সব প্রবাসীর সহযোগিতায় আমরা এর থেকে উত্তরণ ঘটাব।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post