দীর্ঘদিন পর দেশে এসেছেন সৌদি প্রবাসী আবুল কাসেম খান। সঙ্গে এনেছেন তার কফিল সৌদি নাগরিক আল রাশেদি বাতিল ওয়াদাকে। সৌদি থেকে ঢাকায় এসেছেন বিমানে, এরপর কুমিল্লার গ্রামের বাড়িতে অতিথিকে নিয়ে যেতে ভাড়া করেছেন প্রবাসীর হেলিকপ্টার। সেই হেলিকপ্টারে উড়ে একেবারে কাসেমের বাড়িতে নেমেছেন সৌদি অতিথি।
সৌদি নাগরিক আল রাশেদি এর আগেও বাংলাদেশে কয়েকবার এসেছেন। আর বাংলাদেশও তার ভীষণ পছন্দের। ঘুরতে এবং গ্রাম বাংলার ঐতিহ্য দেখতেই তার এই দেশে আসা। প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যতা এবং বাঙালি আতিথেয়তায় প্রবল মুগ্ধ হয়ে এই সৌদি অতিথির ভাষ্য, এতো চমৎকার অভিজ্ঞতা নিয়ে তার মরতেও এখন আফসোস নেই। প্রবাসীর হেলিকপ্টারের আন্তরিক সেবায় জীবনের সব চাওয়া পাওয়াই যেন পুর্ণতা পেয়েছে।
৫ দিনের সফরে বাংলাদেশে এসেছেন আবুল কাসেম। তার গ্রাম বাংলার ঐতিহ্য ভালো লাগে। দীর্ঘদিনের প্রবাস জীবনে এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি গ্রামের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের আনন্দ দিতে প্রতিবারই ব্যতিক্রমী আয়োজনে বাড়ি ফেরেন তিনি।
প্রবাসীর হেলিকপ্টার সেবা নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় বাড়িতে যান কাসেম। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন হেলিকপ্টারটি নামে তখন চারপাশে ভিড় করেছিল কয়েক হাজার মানুষ। সে গণজোয়ার থামাতে হিমশিম খেতে হয়েছে খোদ পুলিশ কর্মকর্তাদের। যেন এক নতুন উৎসব, পুরো গ্রামজুড়ে হইচই আর উল্লাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post