ওমানে ট্রলারে কাজ করতে গিয়ে সাগরে পড়ে মৃত্যু হয়েছে প্রবাসী আলী আকবর চৌধুরী (৩১) নামে এক বাংলাদেশী যুবকের। জীবিকা নির্বাহে দীর্ঘ ১২ বছর প্রবাস জীবন কেটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এ বাসিন্দার।
সম্প্রতি সে দেশের কোম্পানির ভিসা–জটিলতার কারণে বেকার হয়ে পড়েন তিনি। পরে সংসারের হাল ধরতে গত বুধবার ওমানের মাতারগা এলাকায় সাগরে মাছ ধরার ট্রলারে কাজ নেন আকবর। ওইদিনই ট্রলারে উঠার সময় সাগরে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আকবরের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের বাসিন্দা তিনি। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার পাঁচ বছর ও দুই বছর বয়সী দুটি মেয়ে সন্তানও রয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আলী আকবরের ছোট ভাই রমজান আলী চৌধুরী বলেন, কাজের ফাঁকে ট্রলারের মাঝি আলী আকবরকে হাল ধরতে বলেন। হাল ধরে থাকার একপর্যায়ে সেটি ভেঙে সাগরে পড়ে যান তিনি। এ সময় ট্রলারের পাখায় আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে গেলে মৃত্যু হয় তার। তার মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post